১৯৯৫ সালের কথা,এক নতুন দম্পতির কোলে তাদের প্রথম সন্তান । যায়গাটা চট্টগ্রাম,দম্পতি আমার বাবা-মা :P । হ্যা আমার কথাই বলতেসি।জন্ম চট্টগ্রাম হলে কি হবে সমুদ্র দর্শন যা হয়েছে তা জন্মের প্রথম ২ বছর অবধি। কাজেই মনে থাক কোন প্রশ্নই আসে না :P । প্রথম সমুদ্র দর্শন ২০১৪,পতেঙ্গা । খুব বেশি অনুভব করা হয়ে উঠেনি । গিয়েছিলাম প্রতিযোগিতা করতে, সময় বের করাই ঝামেলা । যাহোক বাইরের গল্প অনেক হলো,এবার যায়গায় আসি। কক্সবাজার যাবার পরিকল্পনা যখন ডিপার্টেমেন্ট এর পোলাপাইন করতেসে টার্ম ফাইনালের পরীক্ষা তখনো একটা বাকি । তাতে কি!? একটাই তো । তাও আবার বাকি ব্যাচমেটদের এখনো দুইটা বাকি । তাই যেতে যে হবেই :p । পরিকল্পনা শেষ,তারিখ চুড়ান্ত, ১৬ তারিখ শেষ পরীক্ষা দিয়ে ১৭ তারিখ রাত ১০ টার বাসে সরাসরি কক্সবাজার । অনেকের কাছেই পুরানো যায়গা,সবাই যায় টাইপের যায়গা... । আমার কাছে ব্যাপারটা রোমাঞ্চকর । সমুদ্র-শহরের বাতাস বুকে নিয়ে জন্মানো ছেলে কখনো সমুদ্র অনুভব করেনি!! রোমাঞ্চকর হবে না!? রোমাঞ্চের শুরুটা বাসে উঠার আগে থেকেই শুরু হয়ে যাবে তা অবস্য ভাবতে পারিনি । আমি যখন আরামবাগে শ্যামলী কাউন্টারে পৌছাই আমার সফ...