Skip to main content

Fill 2D Space with Hilbert Curve

Light OJ 1278 - Sum of Consecutive Integers

Description

Given a positive integer \(n\), you have to find the number of ways you can express \(n\) as sum of consecutive integers. You have to use at least two integers. For example, \(n = 15\) has three solutions, \( (1+2+3+4+5), (4+5+6), (7+8)\).

একটা ধনাত্মক সংখ্যা \(n\) দেয়া আছে, তোমাকে বের করতে হবে \(n\) কে কত উপায়ে একাধিক ক্রমিক সংখ্যার যোগফল আকারে লেখা যায়। যেমন, \(n = 15\) কে তিন উপায়ে লেখা যায়, \( (1+2+3+4+5), (4+5+6), (7+8)\).

Problem Link

আমার সমাধান

ধরে নেই \(a,b\in \mathbb{N},a \neq b\) \[ \begin{eqnarray*} &&a + (a+1) + (a+2) + \cdots + b = n\\ &\Rightarrow& \sum_{k = a}^{b} k = n\\ &\Rightarrow& \sum_{k = 1}^{b} k - \sum_{k = 1}^{a-1} k = n\\ &\Rightarrow& \frac{b(b+1)}{2} - \frac{(a-1)(a-1+1)}{2} = n\\ &\Rightarrow& b^2 + b - (a^2-a) = 2n\\ &\Rightarrow& b^2 - a^2 + (b+a) = 2n\\ &\Rightarrow& (b+a)(b-a)+ (b+a) = 2n\\ &\therefore& (b+a)(b-a+1) = 2n \end{eqnarray*} \]

এটা স্পষ্ট যে, \(a\) ও \(b\) এর যত গুলো স্বাভাবিক সংখ্যার মান সম্ভব, ঠিক তত ভাবেই \(n\) কে ক্রমিক সংখার যোগফল আকারে লেখা যায়। যেহেতু, \(a,b \in \mathbb{N}\) এবং \((b+a)(b-a+1) = 2n\) কাজেই \((b+a)\) এবং \((b-a+1)\) কে অবস্যই \(2n\) এর উৎপাদক হতে হবে। ধরে নেই, \(p\) ও \(q, 2n\) এর যেকোন উৎপাদক এবং \(p \ge q\); অর্থাৎ, \(pq = 2n\).

তাহলে \(b + a = p, b - a + 1 = q\) অথবা \(b + a = q, b - a + 1 = p\) হতে হবে। কিন্তু, যেহেতু \(p \ge q\), তাই \(b + a = q, b - a + 1 = p\) হওয়া সম্ভব না। কারণ, তাহলে \(a, b\) ধনাত্মক হবেনা। কাজেই, ধনাত্মক সংখ্যার জন্য, \(b + a = p, b - a + 1 = q\). তাহলে, \[ b = \frac{p+q-1}{2} \] \[ a = \frac{p-q+1}{2} \]

এখন \(p\) ও \(q, 2n\) এর উৎপাদক বলে \(p, q\) এর অন্তত একটি জোড় হতে হবে। কিন্তু যদি \(p, q\) দুটি সংখ্যাই জোড় হয় তবে \(b = \frac{p+q-1}{2}\) ও \(a = \frac{p-q+1}{2}\) পূর্ণ সংখ্যা হতে পারবে না। অর্থাৎ, \(p, q\) এর মধ্যে একটি বিজোড় হবে এবং অপরটি জোড় হবে। কাজেই \(2n\) এর উৎপাদকের মধ্যে যতগুলো বিজোড় সংখ্যা আছে \(a, b\) এর ঠিক তত গুলোই মান থাকবে। তবে প্রশ্নে একাধিক সংখ্যা চাওয়া হয়েছে। \(p = 2n, q = 1\) হলে \(a = b = n\) যেটা \(a \ne b\) এর সাথে অসঙ্গতিপূর্ণ।

সুতরাং, \(p = 2n, q = 1\) এই উৎপাদক জোড়া ব্যতিত আর \(2n\) যেকয়টি জোড়-বিজোড় উৎপাদক আছে \(a, b\) এর ঠিক তত গুলি মান সম্ভব। কাজেই, \(n\) কে ঠিক তত উপায়ে ধনাত্মক ক্রমিক পূর্ণসংখ্যার যোগফল আকারে লেখা যায় তা হল,

\(2n\) এর বিজোড় উৎপাদক সংখ্যা \(- 1\)

কিন্তু \(2n\) এর বিজোড় উৎপাদক সংখ্যা এবং \(n\) এর বিজোড় উৎপাদক সংখ্যা একই হবে। কাজেই \(n\) কে যত উপায়ে একাধিক ক্রমিক সংখ্যার যোগফল আকারে লেখা যায় তা হল,

\(n\) এর বিজোড় উৎপাদক সংখ্যা \(- 1\)

উৎপাদকের সংখ্যা সম্পর্কে যদি না জেনে থাকেন তবে নিচের লিংক গুলোতে ঘুরে শুরু করে দিয়ে পারেনঃ

Accepted C++ Code

Comments

Popular posts from this blog

Fill 2D Space with Hilbert Curve

I was introduced to the amazing world of fractals by a coding channel named The Coding Train . I was fascinated by the elegance of the process. It was an amazing mix of math, computer science, coding, and nature, all of which I admire a lot! This project is about such a fractal pattern named Hilbert Curve . I got to know about Hilbert Curve from my university's computer graphics course. As soon as I got introduced to the topic I searched the web for coding it. I coded Hilbert curve with OpenGL in C++ , but it felt clumsy to set it all up. Then I remember The Coding Train and his work on p5js and processing . These libraries were primarily developed for easy use for creative coding. I played around with the libraries but never dedicated to do something serious with it; until now! About the Project Hilbert Curve is a space-filling curve. That means this 1-D line can fill a 2-D space! This fact on its own is amazing! The time I ...

সীতাকুণ্ড দর্শন

রবিবার ২৮ শ্রাবণ,১৪২৫ ১২ আগস্ট,২০১৮ ঘুম থেকে ধরফর করে উঠেই ভাবলাম ঘুমায়ে পড়লে হবে না! নাহলে ত ট্রেনের করিডোরে মানুষের গায়ে পড়ে যাব! ভাবা যায় আমি কারো গায়ে পড়লে কি হবে! হুঁশ ফেরার পর চারিদিক দেখে ঘোর কাটল। না,আমি আর সেই ট্রেনে সিট আর উপরে হাতল ধরে দাঁড়িয়ে নাই! আমার নিজের বিছানায়, নিজের বালিশে, নিজের চাদরে গা জড়িয়ে উঠে বসে আছি! যে ট্রেনের কথা বলতেসি সে শুধু এক দুঃস্বপ্ন নয়,সদ্য ফেলে আসা অতীতের স্মৃতি, গতকাল রাতের স্মৃতি ! গতকাল সারাদিন হাঁটাহাঁটি,পরিশ্রমের পর কোথায় ট্রেনের কেবিনে আরাম করে ঢাকা ফিরবো তা না, আমাদের ঢাকায় ফেরার দিনটা এমন দিনেই পড়ল যখন সবাই শুক্র,শনি ছুটি কাটিয়ে ঢাকা ফিরছে! আর কি? যা হবার তাই হলো! কেবিন তো দূরে থাক সিটই পাইনি! চট্টগ্রাম থেকে ঢাকা স্রেফ দাঁড়িয়ে ! বাসায় যখন ঢুকি ঘড়িতে তখন সকাল সাড়ে ৭ টায়! ঢুকতেই অনুভূতি হারানো কাঁপা কাঁপা পা নিয়ে বিছানার কাছে গিয়েই ঘুম! ধড়ফড় করে ওঠাটা দুপুর আড়াইটায়। ট্রেন ভ্রমণটা আমারদায়ক না হলেও সুখকর ছিল! সুখের কারণ বলতেই এই লেখা! বুধবার ২৪ শ্রাবণ,১৪২৫ ৮ আগস্ট ২০১৮ ঢাকায় আছি তা প্রায় তিন বছর। ২০০৮ সালের আগেও ছিলাম...